ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনের ওপর ছাত্রলীগের হামলা
- অনলাইন প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ২৩:৩১
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবনের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর শিল্পকলার সামনে তার ওপর এই হামলা হয়। এ তথ্য জানান সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন।
জানা গেছে, শিল্পকলা একাডেমির সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন শ্রাবন। এ সময় রড-চাপাতি-রামদা-হকিস্টিকসহ অতর্কিত শ্রাবনের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর জখম ও আহত ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশ্রস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’
অবিলম্বে দায়ীদের গ্রেফতারের জোর দাবি জানান তিনি।
ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তাদের চেয়ে বড় সন্ত্রাস পৃথিবীতে নেই। রাজনীতিতে প্রীতি-বন্ধন বলতে কিছু এই তাদের মাঝে। তারা হয়তো ভুলে গেছে, প্রতিটি রক্ত-বিন্দুর হিসাব দিতে হবে, সেদিন আর বেশি দূরে নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা