১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষতা অর্জন করে নিজেদের মানকে উন্নত করতে হবে : আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন,`উপজেলা কর্মপরিষদ সদস্যরা মাঠ পর্যায়ে সংগঠনের দায়িত্ব পালন করে থাকেন। তারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তাদের আমল, আখলাক দেখে বিশাল কর্মীবাহিনী নিজেদেরকে তৈরি করবে। শুধু তাই নয়, তাদেরকে দেখে সাধারণ জনগণও জামায়াতে ইসলামীকে চিনবে, জানবে। কর্মপরিষদ সদস্যরা নিজ নিজ বিভাগের দায়িত্ব ইখলাসের সাথে পালন করলে সংগঠনের ভিশন-৪৮ বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশা আল্লাহ।

শনিবার (১৮ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্যদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন,‘জামায়াতের শহীদ নেতৃবৃন্দ তাদের জীবদ্দশায় সংগঠন পরিচালনায় যে নজির রেখেছেন তা যুগ যুগ ধরে আমাদেরকে পথ দেখাবে। দেশের মানুষও প্রত্যক্ষ করেছে তাদের জনকল্যাণমূলক কাজের বিরল ইতিহাস। আর এজন্যই আপামর জনতা আমাদেরকে স্বাগত জানায়। আগামী দিনের নেতৃত্ব জনগণ আমাদের হাতে তুলে দিতে চায়। এজন্য সংগঠনের দায়িত্বশীলদেরকে আমাদের সোনালি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের সাহাবায়ে কিরামের চরিত্র এবং আমাদের শহীদ নেতৃবৃন্দের কুরবানিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সফলতার সূর্যোদয় আমাদের দ্বারপ্রান্তে।’

কর্মপরিষদ সদস্যদের কর্মশালায় উদ্বোধনী বক্তব্য পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা মফিজউদ্দীন। দারসুল কুরআন পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি আশরাফুল আলম। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন এবং তারবিয়্যাত সেক্রেটারি শাহীদ আল ইসলাম।

জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত এ কর্মশালা সঞ্চালনা করেন জেলা কর্মপরিষদ ও তারবিয়্যাত টিম সদস্য মাওলানা অলিউল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement