১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৌশলে জাতিকে কুরআন বিমুখ করা হচ্ছে : ছাত্রশিবির সভাপতি

বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম - ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের দেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কুরআন বিরোধিতায় কোনো সফলতা না দেখে শিক্ষাব্যবস্থা থেকে কুরআনের শিক্ষাকে সুকৌশলে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। প্রাথমিক সমাপনীর পর থেকেই বিদ্যালয়ের সিলেবাসে ইসলাম শিক্ষাবিষয়ক সাবজেক্টকে ঐচ্ছিক করা, ধর্মনিরপেক্ষতার নামে শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষাকে উপেক্ষা করার মাধ্যমে মূলত ছাত্রসমাজকে কুরআন বিমুখ করা হচ্ছে।

শনিবার (১১ মে) ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন,‘ইসলামী তাহজিব-তামাদ্দুন, ইসলামী মূল্যবোধ ও ইসলামিক স্বাতন্ত্র্যবোধ থেকে মানুষকে দূরে রাখার জন্য শিক্ষাব্যবস্থায় যৎসামন্য যে ইসলামিক কবিতা, গল্পগুলো ছিল, সেগুলো তুলে দিয়ে তদস্থলে বিজাতীয় সংস্কৃতি ও ধর্মকে প্রমোট করে এমন সব গল্প-কবিতা যুক্ত করা হয়েছে। এমনকি আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌত্বের জন্য হুমকি অখণ্ড বাংলার ইতিহাসও যুক্ত করা হয়েছে। এভাবেই আমাদের শিক্ষাব্যবস্থা থেকে সুকৌশলে ইসলামী তাহজিব-তামাদ্দুন, ইসলামী মূল্যবোধ, ইসলামিক স্বাতন্ত্র্যবোধ তথা কুরআনের শিক্ষাকে বাদ দেয়া হচ্ছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘যুগে যুগে আল্লাহদ্রোহীরা কুরআনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে গেছে। কিন্তু কেউ কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি। যারাই কুরআনের পেছনে লেগেছে তারাই ইতিহাসে ভিলেনে পরিণত হয়েছে। কুরআনের মর্যাদা সমুন্নত রাখতে ১৯৮৫ সালের ১১ মে দশম শ্রেণির ছাত্রশিবিরকর্মী আব্দুল মতিন, অষ্টম শ্রেণির ছাত্র সেলিম, শীষ মোহাম্মদ, সাহাবুদ্দীন, কৃষক আলতাফুর রহমান সবুর, রিকশাচালক মোক্তার হোসেন ও রেলশ্রমিক নজরুল ইসলামসহ কুরআন প্রেমিক তৌহিদি জনতা যেভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মী ও এদেশের ইসলামপ্রিয় জনতা এখনো প্রস্তুত আছে।’

প্রধান বক্তা ইয়াছিন আরাফাত বলেন,‘ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচি নির্ধারিত হয় কুরআনের আলোকে। তারা কুরআনের আলোকে জীবনযাপন করে। তাই এ আন্দোলনের প্রতিটি কর্মী তার নিজের ধনসম্পদ ও জীবনের ওপর আঘাতকে মেনে নিতে পারলেও কুরআনের অবমাননা বারদাশত করতে পারে না। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কুরআনের কর্মসূচিতে যারা বাধা প্রদান করে, তাদের জেনে রাখা উচিত, ইসলামী ছাত্রশিবিরের একটি কর্মী ক্যাম্পাসে অবশিষ্ট থাকলে সেই ক্যাম্পাসে কুরআনের আলোচনা থাকবে, কুরআনের দারস চলবে, কুরআনের দাওয়াত চলবে। কোনো রক্তচক্ষুকে ইসলামী ছাত্রশিবির ভয় পায় না। এ জমিনে কুরআনের আন্দোলন জারি থাকবে ততদিন, যতদিন আল্লাহর একজন গোলামও বেঁচে থাকবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সিদ্দিক আহমদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব সভাপতি মোক্তারুল ইসলাম ও পশ্চিম সভাপতি সেলিম রেজাসহ জায়ামাত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ছাত্রশিবির ফেনী শহর শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ফেনী শহর সভাপতি, সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীরা এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সারাদেশের বিভিন্ন মহানগর, শহর ও জেলা শাখাসমূহ আলোচনা সভা, দোয়া মাহফিল, কুরআন উপহার প্রদান, হাফেজে কুরআন সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল