উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
- অনলাইন প্রতিবেদক
- ০৪ মে ২০২৪, ১৯:১০, আপডেট: ০৪ মে ২০২৪, ২০:০২
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।
শনিবার (৪ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার করাদের মধ্যে, রংপুর সাংগঠনিক বিভাগে ১১ জন। রাজশাহী বিভাগে ৫ জন। বরিশাল বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ৬ জন, ফরিদপুর বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, কুমিল্লা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ৬ জন।
এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন।
বহিষ্কার করা নেতাদের নাম ও পদবী
রংপুর বিভাগ
১. অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস, সাবেক সভাপতি, ময়দান দিঘী ইউনিয়ন বিএনপি, বোদা উপজেলা, পঞ্চগড় জেলা, চেয়ারম্যান। ২. মোরসালিন বিন মমতাজ রিপন, সদস্য, বরাশশী ইউনিয়ন বিএনপি, বোদা উপজেলা, পঞ্চগড় জেলা, ভাইস চেয়ারম্যান। ৩. মোসা: লাইলী বেগম, সদস্য সচিব, বোদা উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা মহিলা দল, মহিলা ভাইস চেয়ারম্যান। ৪. রফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত আহ্বায়ক, দেবীগঞ্জ উপজেলা বিএনপি, পঞ্চগড় জেলা, চেয়ারম্যান। ৫. আব্দুর রহিম যুগ্ম আহ্বায়ক, দেবীগঞ্জ উপজেলা কৃষকদল, পঞ্চগড় জেলা, ভাইস চেয়ারম্যান। ৬. মো: হযরত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাণীশংকৈল উপজেলা বিএনপি, ঠাকুরগাঁও জেলা, ভাইস চেয়ারম্যান। ৭. রিয়াদ আরফান সরকার রানা, যুগ্ম সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি, সদর উপজেলা, সৈয়দপুর জেলা, চেয়ারম্যান। ৮. মোসা: ফিরোজা বেগম সোনা, মহিলা বিষয়ক সম্পাদক, বিরল উপজেলা বিএনপি, দিনাজপুর জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ৯. রিয়াজুল ইসরাম রীজু, উপদেষ্টা, দিনাজপুর জেলা বিএনপি ও সদস্য, বীরগঞ্জ উপজেলা বিএনপি, দিনাজপুর জেলা, চেয়ারম্যান। ১০. মামুনুর রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক, বীরগঞ্জ পৌর যুবদল, দিনাজপুর জেলা, ভাইস চেয়ারম্যান। ১১. মোসা: শিল্পি খাতুন, সহ-সভাপতি, গাইবান্ধা জেলা মহিলা দল ও
সদস্য, গাইবান্ধা জেলা বিএনপি, গাইবান্ধা জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।
রাজশাহী বিভাগ
১. মোসা: মমতাজ বেগম, সাবেক যুগ্ম আহ্বায়ক, পোরশা উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, নওগাঁ জেলা মহিলা দল, নওগাঁ জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ২. ভিপি আরিফ, যুগ্ম আহ্বায়ক, লালপুর উপজেলা বিএনপি, নাটোর জেলা, চেয়ারম্যান। ৩. জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক, বাঘাতিপাড়া উপজেলা বিএনপি, নাটোর জেলা, চেয়ারম্যান। ৪. জিয়াউর রহমান, সদস্য, ফরিদপুর উপজেলা বিএনপি, পাবনা জেলা, ভাইস চেয়ারম্যান। ৫. মোসা: নাসরিন পারভিন মুক্তি, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর উপজেলা বিএনপি, পাবনা জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।
খুলনা বিভাগ
১. জুলফিকার আলী ভুট্টো, সাবেক সহ-সভাপতি, গাংনী উপজেলা বিএনপি, মেহেরপুর জেলা, চেয়ারম্যান। ২. মোসা: ইন্দোনেশিয়া শিতু, মহিলা বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি, কুষ্টিয়া জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ৩. আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, হরিণাকুন্ডু উপজেলা, ঝিনাইদহ জেলা, ভাইস চেয়ারম্যান। ৪. গোলাম রহমান, সভাপতি, ৬ নম্বর ফুলসী ইউনিয়ন বিএনপি, হরিণাকুন্ডু উপজেলা, ঝিনাইদহ জেলা, ভাইস চেয়ারম্যান। ৫. মো: এনামুল হক মাসুম, সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক, খুলনা জেলা বিএনপি, দিঘলীয়া উপজেলা, খুলনা জেলা, চেয়ারম্যান। ৬. সাব্বির আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল, ফুলতলা উপজেলা, খুলনা জেলা, চেয়ারম্যান।
বরিশাল বিভাগ
১. অ্যাডভোকেট আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বিএনপি, সদর উপজেলা, বরগুনা জেলা, চেয়ারম্যান। ২. সানাউল্লাহ সানি, সিনিয়র সহ-সভাপতি, বরগুনা জেলা ছাত্রদল, সদর উপজেলা, বরগুনা জেলা, ভাইস চেয়ারম্যান। ৩. জয়নুল আবেদীন রাফি মোল্লা, সাবেক ছাত্রনেতা, সদর উপজেলা, বরগুনা জেলা, ভাইস চেয়ারম্যান।
ঢাকা বিভাগ
১. মো: আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দল, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ জেলা, চেয়ারম্যান। ২. খন্দকার লেয়াকত হোসেন, সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি, ঘিওর উপজেলা মানিকগঞ্জ জেলা, চেয়ারম্যান। ৩. মাহমুদুল হাসান রবিন, যুগ্ম আহ্বায়ক, মনোহরদী উপজেলা যুবদল, নরসিংদী জেলা, ভাইস চেয়ারম্যান। ৪. মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি, ভূয়াপুর উপজেলা বিএনপি, টাঙ্গাইল জেলা, চেয়ারম্যান। ৫. মোসা: তাসলিমা জেসমিন পাপিয়া, সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা মহিলাদল, টাঙ্গাইল জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ৬. মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার, সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবদল, টুঙ্গিবাড়ী উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, চেয়ারম্যান।
ফরিদপুর বিভাগ
১. মোসা: শাহিনুর আক্তার বিউটি, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), কেন্দ্রীয় মহিলা দল ও সাবেক সভাপতি রাজবাড়ী জেলা, সদর উপজেলা, রাজবাড়ী জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ২. আসাদ মাতব্বর, প্রাথমিক সদস্য, সালথা উপজেলা বিএনপি, ফরিদপুর জেলা, ভাইস চেয়ারম্যান।
ময়মনসিংহ বিভাগ
১. হোসাইন নুর মোহাম্মদ আনির, সাবেক যুগ্ম আহ্বায়ক, সদর থানা কৃষকদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা, চেয়ারম্যান। ২. মোসা: রোকসানা বেগম, মহিলা দল নেত্রী, দেওয়ানগঞ্জ উপজেলা, জামালপুর জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ৩. মোকসেদুল হক শিপলু, সদস্য, শেরপুর জেলা বিএনপি, নকলা উপজেলা, শেরপুর জেলা, চেয়ারম্যান, ৪. রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা যুবদল, শেরপুর জেলা, ভাইস চেয়ারম্যান। ৫. দেওয়ান মামুন, যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা যুবদল, শেরপুর জেলা, ভাইস চেয়ারম্যান। ৬. মোসা: দেওয়ান কোহিনুর, সহ-সভাপতি, নকলা উপজেলা বিএনপি, শেরপুর জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।
সিলেট বিভাগ
১. অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক, ধর্মপাশা উপজেলা, সুনামগঞ্জ জেলা, চেয়ারম্যান। ২. আবুল কাশেম, সাবেক সহ-সভাপতি, তাহেরপুর উপজেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা, চেয়ারম্যান। ৩. হারুনুর রশিদ দুলাল, সদস্য, বিশ্বম্ভপুর উপজেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা, চেয়ারম্যান। ৪. মোহন মিয়া বাচ্চু, সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা, বিশ্বম্ভপুর উপজেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা, চেয়ারম্যান। ৫. মদিনা আক্তার, সাবেক আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা মহিলা দল, বিশ্বম্ভপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ৬. নুরুল হক আফিন্দি, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সভাপতি, জামালগঞ্জ উপজেলা বিএনপি, সুনামগঞ্জ জেলা, চেয়ারম্যান। ৭. আব্দুল্লাহ আল-মামুন, সাবেক আহ্বায়ক, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, সুনামগঞ্জ জেলা, ভাইস চেয়ারম্যান। ৮. ছাদ উদ্দীন সাদ্দাম, সাবেক সহ-সভাপতি, ফতেপুর ইউনিয়ন ছাত্রদল, জৈন্তাপুর উপজেলা, সিলেট জেলা, ভাইস চেয়ারম্যান। ৯. পলিনা রহমান, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা মহিলা দল, জৈন্তাপুর উপজেলা, সিলেট জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ১০. শাহ আলম স্বপন, কোষাধ্যক্ষ, সিলেট জেলা বিএনপি, গোয়াইনঘাট উপজেলা, সিলেট জেলা, চেয়ারম্যান। ১১. মাওলানা আব্দুল হেকিম, যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা ওলামা দল, সদর উপজেলা, মৌলভীবাজার জেলা, ভাইস চেয়ারম্যান। ১২. মোসা: ডলি বেগম, সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা মহিলা দল, রাজনগর উপজেলা, মৌলভীবাজার জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।
১৩. মোসা: আলফা বেগম, সাধারণ সম্পাদক, বাহুবল উপজেলা মহিলা দল, হবিগঞ্জ জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান। ১৪. মজিবুর রহমান সেফু, ১ম যুগ্ম আহ্বায়ক, নবীগঞ্জ উপজেলা বিএনপি, হবিগঞ্জ জেলা, চেয়ারম্যান। ১৫. আব্দুল আলিম ইয়াছিন, ১ম যুগ্ম আহ্বায়ক, নবীগঞ্জ পৌর বিএনপি, হবিগঞ্জ জেলা, ভাইস চেয়ারম্যান।
চট্টগ্রাম বিভাগ
১. আবু বক্কর সিদ্দীকি রুবেল, যুগ্ম আহ্বায়ক, সোনাইমুড়ি উপজেলা যুবদল, নোয়াখালী জেলা, ভাইস চেয়ারম্যান। ২. সাফায়েত আজিজ রাজু, সদস্য, পেকুয়া উপজেলা বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, কক্সবাজার জেলা যুবদল, চেয়ারম্যান। ৩. জাকের হোসেন মজুমদার, সাবেক সহ-সভাপতি, লামা উপজেলা বিএনপি, বান্দরবান জেলা, চেয়ারম্যান। ৪. কামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি, বান্দরবান জেলা, ভাইস চেয়ারম্যান। ৫. মোসা: হামিদা চৌধুরী, সাবেক সভাপতি, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দল, বান্দরবান জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।
কুমিল্লা বিভাগ
১. আবু সুফিয়ান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা বিএনপি, চাঁদপুর জেলা, চেয়ারম্যান। ২. মোসা: রাবেয়া আক্তার রুবি, সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি ও মহিলা বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা বিএনপি, চাঁদপুর জেলা, মহিলা ভাইস চেয়ারম্যান।