ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৯
জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি ভেঙে দেয়ার প্রায় তিন মাস পর পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওলামা দলের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির হাইকমান্ড।
মাওলানা সেলিম রেজাকে ওলামা দলের আহ্বায়ক ও মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে নতুন আহ্বায়ক কমিটিতে।
এছাড়া বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে মাওলানা মো: আলমগীর হোসাইনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও মাওলানা মো: দেলোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ওলামা দলের ১৭১ সদস্যের কমিটি বিলুপ্ত করে সংগঠনের সব কার্যক্রম স্থগিত করে বিএনপি।
এর আগে ২০১৯ সালের ৫ এপ্রিল অনুমোদিত হওয়া ১৭১ সদস্যের ওলামা দলের কমিটির আহ্বায়ক ছিলেন মাওলানা শাহ নেশারুল হক ও সদস্য সচিব ছিলেন মাওলানা নজরুল ইসলাম তালুকদার। সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা