জাপার আংশিক কমিটি ঘোষণা করলেন রওশন এরশাদ
- নিজস্ব প্রতিবেদক
- ২০ এপ্রিল ২০২৪, ২২:৪২
জাতীয় পার্টির ১৭ জন প্রেসিডিয়ামসহ ৮৩ জনের আংশিক কমিটি ঘোষণা করেছেন পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক তালিকা স্বাক্ষর করেন তিনি।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দলীয় মহাসচিব কাজী মো: মামুনূর রশিদের সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পার্টির চেয়ারম্যান এ কমিটির তালিকা প্রকাশ করে।
এতে বলা হয়,পর্যায়ক্রমে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।
ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্যরা হলেন, রফিকুল হক হাফিজ (সাবেক উপ-মন্ত্রী), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (সাবেক সংসদ সদস্য), ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক সংসদ সদস্য), কারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, নিগার সুলতানা রাণী, আবুল কাশেম সরকার (সাবেক সংসদ সদস্য), ইয়াহিয়া চৌধুরী (সাবেক সংসদ সদস্য), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), শঙ্কর পাল (হবিগঞ্জ), আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, হাজী মো: ফারুক (ঢাকা), আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা), নুরুল ইসলাম নুরু (টাঙ্গাইল), তুহিনুর রহমান-নুরু হাজী (ঢাকা)।
উপদেষ্টারা হলেন এম এ গোফরান (লক্ষীপুর), এম এ কুদ্দুস খাঁন (ঝালকাঠী), ভাইস-চেয়ারম্যান পদে শেখ আলমগীর হোসেন (গোপালঞ্জ), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ (জামালপুর) সাবেক সংসদ সদস্য, মো: মোক্তার হোসেন (খুলনা) সাবেক সংসদ সদস্য, হাজী নাসির সরকার (ঢাকা), আব্দুল আজিজ খাঁন (গুলশান), মোল্যা শওকত হোসেন বাবুল (খুলনা), মো: শারফুদ্দিন আহমেদ শিপু (ঢাকা), মিজানুর রহমান দুলাল (পটুয়াখালী), শাহ আলম তালুকদার (বরিশাল), অ্যাডভোকেট মো: আব্দুল কাইয়ুম (ময়মনসিংহ), শাহ জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), যুগ্ম-মহাসচিব হিসেবে ফকরুল আহসান শাহজাদা (বরিশাল), পীরজাদা জুবায়ের আহমেদ (বাহ্মণবাড়িয়া), শেখ মাসুক রহমান (ঢাকা), সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ (খুলনা), সুজন দে (চট্টগ্রাম), এস এম হাসেম (ঢাকা), সাংগঠনিক সম্পাদক পদে শাহানাজ পারভীন (ঢাকা), মোশাররফ হোসেন (ময়মনসিংহ), অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান (খুলনা), অ্যাডভোকেট মো: আবু সালেহ চৌধুরী (সিলেট), অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল (নরসিংদী), ফজলে ইলাহী সোহাগ (নোয়াখালী), জাফর ইকবাল নিরব (পিরোজপুর), শামসুল আলম (কক্সবাজার), যুগ্ম- সাংগঠনিক সম্পাদক হিসেবে কাওসার আহমেদ (ঢাকা), মো: মোসলেম আলী (মেহেরপুর), আবুল বাশার (মানিকগঞ্জ), নাফিজ মাহবুব (ময়মনসিংহ), সিরাজুল আরেফিন মাসুম, এম এম আমিনুল হক সেলিম, সম্পাদকমন্ডলী- কোষাধ্যক্ষ হিসেবে ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর), প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক-খোরশেদ আলম খুশু (চাঁদপুর), দফতর সম্পাদক-আবুল হাসান আহমেদ জুয়েল, কৃষিবিষয়ক সম্পাদক-অ্যাডভোকেট এমদাদ (নড়াইল), সমবায়বিষয়ক সম্পাদক-পারভেজ আলম মীর (বরিশাল), সংস্কৃতিবিষয়ক সম্পাদক-নাজমুল খাঁন (লালমনিরহাট), তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদ-সাহিন আরা সুলতানা রিমা (চাপাইনবাবগঞ্জ), আইনবিষয়ক সম্পাদক-অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সেনা (কুষ্টিয়া), যুববিষয়ক সম্পাদক-মো: জহির উদ্দিন (ঢাকা), শিল্পবিষয়ক সম্পাদক-আবুল কালাম আজাদ, মহিলাবিষয়ক সম্পাদিকা-সুলতানা আহমেদ লিপি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক-সায়িকা হক (ব্রাহ্মণবাড়িয়া), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক-শরিয়ত আলী তালুকদার (সুনামগঞ্জ), প্রাদেশিকবিষয়ক সম্পাদক-আব্দুস সাত্তার, যুগ্ম-
সম্পাদকমণ্ডলী: যুগ্ম- প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক-আসাদ খান, যুগ্ম- কৃষিবিষয়ক সম্পাদক-মেহবুব হাসান, যুগ্ম- সমবায়বিষয়ক সম্পাদক- চিশ্তী খায়রুল আবরার শিশির, যুগ্ম- ক্রিড়াবিষয়ক সম্পাদক-নজরুল ইসলাম মুকুল, যুগ্ম- সংস্কৃতিবিষয়ক সম্পাদক-মো: তৌহিদুর রহমান খাঁন, যুগ্ম- শ্রমবিষয়ক সম্পাদক-হাজী মাসুম পারভেজ, যুগ্ম- এনজিওবিষয়ক সম্পাদক এম, আবু জাফর কামাল, যুগ্ম- সমাজকল্যাণবিষয়ক সম্পাদক-শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম- সাহিত্য ও কৃষ্ঠিবিষয়ক সম্পাদক-আফতাব গনি, যুগ্ম- প্রাদেশিক সম্পাদক- মনিরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে রিয়াজ খান, মকবুল হোসেন মুকুল, এস এম মুর্তজ আলম বুলবুল, নাসির নেওয়াজ, আবু নাসের সিদ্দিকী, কাদের মুন্সি, আব্দুল হালিম, আহমদ আলী (সিলেট) নাম ঘোষণা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা