১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি হামলায় হামাস নেতার ৩ ছেলে ও ৪ নাতি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান - ফাইল ছবি

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন- হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও চার নাতির মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গভীর শোক, বেদনা ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের আগে এই বর্বর হত্যাকাণ্ড ফিলিস্তিন জনগণ এবং মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিঃসন্দেহে এ ক্ষতি ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত মর্মান্তিক এবং শোকাবহ ঘটনা।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ইসরাইলের এ ধরনের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আন্দোলনকে দমানো যাবে না। তাদের এ হত্যাকাণ্ড ও হামলা মানবিক নীতির ওপর প্রতিষ্ঠিত একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো আশাকে নিভিয়ে দেয়।’

‘আমরা ইসরাইলের এই বর্বরোচিত ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সারা বিশ্বের শান্তিকামী জনগণ, বিশেষ করে মুসলিম বিশ্বকে ইসরাইলের এই আগ্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের এই শাহাদাতকে কবুল করুন এবং তাদেরকে ধৈর্যধারণ করে শোককে শক্তিতে পরিণত করে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে সফলতা দান করেন। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement