দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল
- অনলাইন প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ২০:১৯
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন আজ নাভিশ্বাস হয়ে ওঠেছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা অসহায়। দুর্নীতি আজ মাকড়সার জালের মতো সারাদেশে বিস্তার করেছে। এ থেকে জাতিকে উদ্ধার করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।
শুক্রবার বিকেলে মিরপুর থানার ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড, শাহআলী থানাধীন ৮ ও ৯৩ নম্বর ওয়ার্ড, দারুসসালাম থানাধীন ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং তুরাগ থানাধীন ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপি'র পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু, উত্তর বিএনপির সদস্য মাহবুবুল আলম মন্টু, হাজী ইউসুফ, হাফিজুল হাসান শুভ্র, মো: হানিফ মিয়া, দফতরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।