স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মার্চ ২০২৪, ২০:৪১
এ দেশের শ্রমজীবী মানুষের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ শ্রমজীবী মানুষরা পায়নি। রাজনৈতিক বিভেদ স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে দেয়নি। শ্রমজীবী মানুষের আত্মত্যাগের সংগ্রামকে সম্মান জানাতে হলে স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে।
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, আজকে স্বাধীনতার কথা বলে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিভেদ নয় ঐক্য জরুরি। কিন্তু ঐক্যের বদলে প্রতিনিয়ত হানাহানির রাজনীতি চলছে। রাজনৈতিক বিভেদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া মেহনতি মানুষরা। শোষক গোষ্ঠী বিভেদের সুযোগ নিয়ে শ্রমিকদের ওপর জুলুম শোষণ ও নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। শোষণ নিপীড়নের অবসানের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।
যেসব শাখায় কর্মসূচি পালিত হয়েছে :
ঢাকা মহানগরী উত্তর
ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি মো: মুহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগরীর প্রধান উপদেষ্টা মো: সেলিম উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্না পান্না, তুরাগ থানা দক্ষিণের সভাপতি মঞ্জুর আহমেদ প্রমুখ।
খুলনা মহানগরী
খুলনা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি আজীজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান।
পঞ্চগড় জেলা : পঞ্চগড় জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা : ফেনী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা : টাঙ্গাইল জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া শহর : বগুড়া শহরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা উত্তর : চট্টগ্রাম জেলা উত্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা পশ্চিম : যশোর জেলা পশ্চিমের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর : গাজীপুর মহানগরের গাছা থানা দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা পূর্ব : বগুড়া জেলা পূর্বের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা