৬ মাস পর কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী, কিছু দিন দায়িত্বে থাকছেন প্রিন্স
- অনলাইন প্রতিবেদক
- ০৬ অক্টোবর ২০২১, ১৩:৪২, আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ১৪:৪৭
মহামারী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘ সাড়ে ছয় মাস পর দলীয় কার্যালয়ে ফিরেছেন।
বুধবার সকাল ১০টার দিকে রুহুল কবির রিজভী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। এর আগে সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি।
গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট এলে দীর্ঘ দিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন। ওই সময় তার অক্সিজেন কমে যাওয়ায় ও ফুসফুস মারাত্বকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। এরপর করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন গত ৯ মে।
এ সময় বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেন দলটি।
রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, দীর্ঘ দিন পর দাফতরিক কাজ শুরু করলাম। এখন থেকে নিয়মিত অফিসের কাজ করবো।
ময়মনিসংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দফতরের যে দায়িত্ব দেয়া হয়েছিল সেটা কী আজ থেকে শেষ হলো? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সিঁড়ি দিয়ে উঠতে আমার একটু সমস্যা হয়। সেজন্য তাকে বলেছি আরো ২ থেকে ৩ দিন কাজ চালিয়ে যেতে। তবে শারীরিকভাবে সুস্থ আছি।