০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশা

দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশা -

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা (এমপি) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল সকালে কমরেড বাদশা তার দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণের পর তিনি সামান্য জ্বর অনুভব করছিলেন। গতকাল করোনা টেস্টে নিশ্চিত হন যে, তিনি করোনা আক্রান্ত।

তিনি আরো জানান, চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার অক্সিজেন সেচুরেশন মাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক আছে।


আরো সংবাদ



premium cement