২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

স্বামী জীবিত, তবুও বিধবা ভাতা পাচ্ছেন রাণী মণ্ডল!

স্বামী জীবিত, তবুও বিধবা ভাতা পাচ্ছেন রাণী মণ্ডল! - ছবি : সংগৃহীত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে স্বামী জীবিত থাকতেও দীর্ঘ ৮ বছর ধরে এক নারী বিধবা ভাতা পাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। স্বামী বেঁচে থাকতেও বিধবা ভাতা তোলার এ রকম চাঞ্চল্যকর তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডের মঠবাড়িয়া গ্রামের তৃষার কান্তি মণ্ডলের স্ত্রী গীতা রানী মণ্ডল ২০১৩ সাল থেকে বিধবা ভাতা উত্তোলন করে আসছেন। বইতে স্বামীকে মৃত লেখা হলেও আজও তিনি জীবিত আছেন। যে বই দেখিয়ে তিনি ভাতা উত্তোলন করেন তা নং ৯৯২। বইতে আরও লেখা আছে, মৃত ইসলাম উদ্দীন শেখের স্ত্রী রাশিদা বেগমের পরিবর্তে ওই নারীকে ভাতা দেয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সাথে এই প্রতিনিধির কথা হলে এটা কিভাবে সম্ভব হলো তা তারা জানেন না বলে দাবি করেন। এ ব্যাপারে গীতা রানী মণ্ডল বলেন, ‘অভাবের কারণে তখন আমরা আবেদন করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে ভাতা দেয়া হয়।’

২০১৩ সালে আটলিয়া ইউপি চেয়ারম্যান ছিলেন শেখ মো. বদরুজ্জামান তসলিম, আব্দুল হালিম মুন্না ও হাসিনা বেগম যথাক্রমে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন।

এ ব্যাপারে ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না কিছু জানেন না বলে জানান। সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. বদরুজ্জামান তসলিম বলেন, ‘সে সময় আমি চেয়ারম্যান ছিলাম ঠিকই, কিন্তু আমার মেয়ে মারা যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এ সময় মেম্বাররা কীভাবে কী করেছে সেটা আমার মনে নেই।’ বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আবেদনের মাধ্যমে বইটি বাতিলের ব্যবস্থা করছি।’


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল