২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাবু যেভাবে বড়দের সম্মান দেখাতো সেটা দৃষ্টান্ত : খায়রুল কবির খোকন

স্মরণ সভা - ছবি : নয়া দিগন্ত

বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, কেউ মনে কষ্ট পেতে পারে এরকম কোনো কাজ শফিউল বারী বাবু আমাদের সামনে করেনি। বিনয়ী যে শব্দটি সেটি তার বেলায় প্রযোজ্য হতে পারে। সে যেভাবে বড়দের সম্মান দেখাতো সেটা একটা দৃষ্টান্ত তার মত একজন ছাত্র তাকে হারিয়ে আমরা কতটা ব্যতীত তা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘জননেতা শফিউল বারী বাবু স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, শফিউল বারী বাবু সরকারি দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক, হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠনের ও যুব সংগঠনের সভাপতি ও সম্পাদকের দাম্ভিকতা। বর্তমান সরকারের ছাত্র সংগঠনের নেতাদের আচার-আচরণ আমরা দেখি। ওই যে নাজমুল নামে একজন সাধারণ সম্পাদক ছিল তিনি লন্ডনে তার ব্যবসা-বাণিজ্য ও বাড়ি ঘর আছে। আর আমাদের শফিউল বারী বাবু দল ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও বাড়ি ভাড়া দিতে পারেনি এবং সুচিকিৎসা করাতে পারেনি। এমনকি আমাদের কাউকে কখনো বলেনি যে খোকন ভাই আমাকে সহযোগিতা করেন। অত্যন্ত সহজ-সরল, সাদামাটা জীবন যাপন করতেন তিনি। একজন নেতা একদিনে গড়ে ওঠেনি। আমরা এমন এক সম্ভাবনাময় তরুণ নেতাকে হারিয়েছি যার জাতিকে আরো অনেক কিছু দেয়ার ছিল। আমি বর্তমান সময়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে বলব শফিউল বারী বাবুর আদর্শকে ধারণ করতে।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ্জামান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ সভাপতি হাফিজুর রহমান, ওমর ফারুক কাউসার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আনু মোহাম্মদ শামীম, আবুল কালাম, ডাঃ জাহিদ হোসেন, ফরহাদ হোসেন, হারুনুর রশিদ, মোরশেদ আলম, বদরুদ্দোজা শওকত, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিক হাওলাদার, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মোছাব্বির, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, তানজিল হাসান, রিয়াদ ইকবাল, সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন নাছির, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক আবদুল হান্নান মজুমদার, মহানগর উত্তর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাত জাহান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে : শ্রম সচিব ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ৯৩৪ নোয়াখালীর আ’লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার ঢাকায় যখন-তখন সংঘর্ষ-বিক্ষোভ, ইচ্ছে হলেই রাস্তা বন্ধ বিনা সুদে লাখ টাকা ঋণের প্রলোভন : মূল হোতা মোস্তফা আটক উন্নয়ন ব্যয়-বিনিয়োগ স্থবিরতায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা পরিকল্পনা উপদেষ্টার দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে : সেলিম উদ্দিন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

সকল