২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের সমুদ্র অঞ্চল রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) -

দেশের বিশাল সমুদ্র অঞ্চল রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন ‘সমুদ্র অঞ্চল রক্ষার জন্য আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করা জরুরি।’

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বানৌজা সংগ্রাম’র কমিশনিং দেয়ার সময় এ কথা বলেন।

নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ ঘাঁটিতে ক্যাপ্টেন আরিফুর রহমানের কাছে জাহাজের ‘কমিশনিং ফরম্যানস’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অর্জিত বিশাল সমুদ্র অঞ্চলকে কাজে লাগাতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা কারো সাথে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তবে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির জ্ঞান দিয়ে আমাদের বাহিনীকে শক্তিশালী করতে চাই যাতে কেউ আমাদের আক্রমণ করলে সঠিকভাবে মোকাবিলা করতে পারি।’

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য- সেনা, নৌ ও বিমানবাহিনীকে আধুনিক জ্ঞান সম্পন্ন হতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে তিনি বলেন, নৌবাহিনীর জন্য ইতোমধ্যে জাহাজসহ অনেক আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি নৌবাহিনীর হাতে প্রথমে খুলনা শিপইয়ার্ড হস্তান্তর করেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দুটি শুকনো ডকও নৌবাহিনীকে দেয়া হয়েছিল।

দেশে জাহাজ নির্মাণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এ খাতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, ‘তবে আমাদের শিখতে হবে, প্রস্তুত করতে হবে এবং পাশাপাশি প্রযুক্তি জ্ঞানও থাকতে হবে। যাতে আমরা ভবিষ্যতে আমাদের নিজস্ব জাহাজগুলো তৈরি করতে পারি এবং প্রয়োজনে রফতানি করতে পারি, এটি অবশ্যই চিন্তা করতে হবে।’

জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ‘বানৌজা সংগ্রাম’ শুক্রবার লেবাননের উদ্দেশে রওনা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সকল