২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

দেশের সমুদ্র অঞ্চল রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) -

দেশের বিশাল সমুদ্র অঞ্চল রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন ‘সমুদ্র অঞ্চল রক্ষার জন্য আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করা জরুরি।’

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বানৌজা সংগ্রাম’র কমিশনিং দেয়ার সময় এ কথা বলেন।

নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ ঘাঁটিতে ক্যাপ্টেন আরিফুর রহমানের কাছে জাহাজের ‘কমিশনিং ফরম্যানস’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অর্জিত বিশাল সমুদ্র অঞ্চলকে কাজে লাগাতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা কারো সাথে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তবে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির জ্ঞান দিয়ে আমাদের বাহিনীকে শক্তিশালী করতে চাই যাতে কেউ আমাদের আক্রমণ করলে সঠিকভাবে মোকাবিলা করতে পারি।’

শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য- সেনা, নৌ ও বিমানবাহিনীকে আধুনিক জ্ঞান সম্পন্ন হতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে তিনি বলেন, নৌবাহিনীর জন্য ইতোমধ্যে জাহাজসহ অনেক আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি নৌবাহিনীর হাতে প্রথমে খুলনা শিপইয়ার্ড হস্তান্তর করেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দুটি শুকনো ডকও নৌবাহিনীকে দেয়া হয়েছিল।

দেশে জাহাজ নির্মাণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এ খাতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ করছে।

শেখ হাসিনা বলেন, ‘তবে আমাদের শিখতে হবে, প্রস্তুত করতে হবে এবং পাশাপাশি প্রযুক্তি জ্ঞানও থাকতে হবে। যাতে আমরা ভবিষ্যতে আমাদের নিজস্ব জাহাজগুলো তৈরি করতে পারি এবং প্রয়োজনে রফতানি করতে পারি, এটি অবশ্যই চিন্তা করতে হবে।’

জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ‘বানৌজা সংগ্রাম’ শুক্রবার লেবাননের উদ্দেশে রওনা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল