স্বাস্থ্যবিধি মেনে পঞ্চগড়ে ঈদের জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রেলমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২০, ১৭:২০, আপডেট: ২৫ মে ২০২০, ১৭:১৬
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার ভিন্ন আঙ্গিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।
জেলার ২ হাজার ২৩৫টি মসজিদে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। আবার অনেকে পারিবারিকভাবেও বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন।
বোদা উপজেলার হরিপুর রহমতপুর জামে মসজিদে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং সদর উপজেলার বুড়িপাড়া উত্তর জামে মসজিদে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনার হাত থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া করোনাভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
নামাজ আদায় শেষে রেলপথমন্ত্রী হরিপুরে পারিবারিক কবরস্থান গিয়ে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।
মন্ত্রীর ছেলে কৌশিক নাহিয়ান নাবিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান, মন্ত্রীর ভাই ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ মন্ত্রীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা