২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এটিএম আজহারের সাথে আইনজীবীদের সাক্ষাৎ

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শনিবার সাক্ষাৎ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

গত ১৫ মার্চ আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ পিটিশন দায়ের বিষয়ে আইনী পরামর্শ করার জন্য তাদের এ সাক্ষাৎ।

সাক্ষাৎকারে এটিএম আজহারুল ইসলাম আপীল মামলার রায়ের বিভিন্ন দিক তুলে ধরে রিভিউ পিটিশন দায়েরের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, রিভিউ পিটিশন দায়েরের পর মামলার ফলাফল যাই হোক না কেন, এটিই চূড়ান্ত নয়। আদালতে-আখিরাতের ফয়সালাই চূড়ান্ত। সেদিন প্রত্যেককেই তার দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক। আমি শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত।

করোনাভাইরাসের বিশ্বব্যাপী বিস্তৃতির পাশাপাশি বাংলাদেশেও এর বিস্তৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষের অন্যায় ও পাপাচারের ফলে আল্লাহর পক্ষ থেকে যে বিপদ-আপদ আসে তা মানুষের হাতের কামাই ভিন্ন অন্য কিছু নয়। এ সময় নিরাশ না হয়ে আল্লাহর সাহায্য কামনা করে বেশি বেশি তওবা-ইস্তিগফার করা উচিত।

তিনি আরো বলেন, আমি কারাগারে বন্দি অবস্থায় মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, তিনি যেন আমার প্রিয় দেশবাসীকে হেফাজত করেন। তিনি শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় আছেন।

সবশেষে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। দেশবাসীর সুস্থতা কামনা করে সকলকে তার জন্য দোয়া করতে বলেন। প্রেস বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল