এটিএম আজহারের সাথে আইনজীবীদের সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ মার্চ ২০২০, ১৮:২৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শনিবার সাক্ষাৎ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
গত ১৫ মার্চ আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ পিটিশন দায়ের বিষয়ে আইনী পরামর্শ করার জন্য তাদের এ সাক্ষাৎ।
সাক্ষাৎকারে এটিএম আজহারুল ইসলাম আপীল মামলার রায়ের বিভিন্ন দিক তুলে ধরে রিভিউ পিটিশন দায়েরের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, রিভিউ পিটিশন দায়েরের পর মামলার ফলাফল যাই হোক না কেন, এটিই চূড়ান্ত নয়। আদালতে-আখিরাতের ফয়সালাই চূড়ান্ত। সেদিন প্রত্যেককেই তার দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক। আমি শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত।
করোনাভাইরাসের বিশ্বব্যাপী বিস্তৃতির পাশাপাশি বাংলাদেশেও এর বিস্তৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষের অন্যায় ও পাপাচারের ফলে আল্লাহর পক্ষ থেকে যে বিপদ-আপদ আসে তা মানুষের হাতের কামাই ভিন্ন অন্য কিছু নয়। এ সময় নিরাশ না হয়ে আল্লাহর সাহায্য কামনা করে বেশি বেশি তওবা-ইস্তিগফার করা উচিত।
তিনি আরো বলেন, আমি কারাগারে বন্দি অবস্থায় মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, তিনি যেন আমার প্রিয় দেশবাসীকে হেফাজত করেন। তিনি শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় আছেন।
সবশেষে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। দেশবাসীর সুস্থতা কামনা করে সকলকে তার জন্য দোয়া করতে বলেন। প্রেস বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা