২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যারা পা‌নির কথা বল‌তে ভু‌লে গি‌য়ে‌ছিল তারা আজ মোদির বি‌রো‌ধিতা কর‌ছে : কা‌দের

- নয়া দিগন্ত

যারা ভার‌তে গি‌য়ে পা‌নির কথা বল‌তে ভু‌লে গি‌য়ে‌ছিল তারা আজ মোদির বি‌রো‌ধিতা কর‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। তি‌নি ব‌লেন, আমরা নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিএন‌পি'র অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। মুজিব বর্ষকে সামনে রেখে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে উদযাপনের ঐতিহাসিক আয়োজন চল‌ছে। এটা বিএনপি এবং তাদের দোসরদের সহ্য হচ্ছে না। এজন্য আজকে তারা নরেন্দ্র মোদির বি‌রো‌ধিতা নয়, মুজিব ব‌র্ষের ‌বি‌রো‌ধিতায় অবতীর্ণ হয়েছে। আজ মঙ্গলবার দুপু‌রে আওয়ামী লী‌গের সভা‌নেত্রীর কাযাল‌য়ে দলের নতুন ঘোষণাপত্র ও গঠনত‌ন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠা‌নে তি‌নি এ সব কথা ক‌রেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন, মু‌ক্তিযু‌দ্ধে আমা‌দের প্রধান মিত্র ছিল ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগ‌ণের প্রতি‌নি‌ধি হ‌য়ে আসছেন, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবর্গ ভারত থেকে এবং দুনিয়ার অন্যান্য দেশ থেকেও আসবেন। সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আমরা এরই ম‌ধ্যে সার্কুলা‌রের মাধ্যমে জেলা পর্যা‌য়ে নি‌র্দেশনা দি‌য়ে দি‌য়ে‌ছি। নতুন সদস্য সংগ্রহ ও নবায়‌নের ক্ষে‌ত্রে চাদাবাজ, সন্ত্রাসী, মাদকব্যবসা‌য়ী, স্বাধীনতা বি‌রো‌ধীরা সদস্য হ‌তে পার‌বেন না।

একই সময় কা‌দের ব‌লেন, আমরা ভার‌তের সা‌থে বন্ধুত্ব কর‌তে গি‌য়ে আমা‌দের অধিকা‌রের কথা ভু‌লে যাই‌ না। ভারত আমা‌দের উন্নয়ন সহ‌যো‌গি ব‌লেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement