রাসূলের (সাঃ) সিরাতকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে : নুরুল ইসলাম বুলবুল
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)। একমাত্র রাসুল (সাঃ) এর আদর্শ ও কর্মপন্থা অনুসরণের মাধ্যমেই সমৃদ্ধ সমাজগড়া সম্ভব। তাঁর কর্মপন্থা অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনের পূর্বে তিনি আদর্শ মানুষ গঠনে আত্মনিয়োগ করেছিলেন। যারা পরবর্তীতে বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। ফলে রাসুল (সাঃ)-এর আদর্শের আলোকে আমাদের সবাইকে নিজেদের জীবনকে গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে এবং তার সিরাতকে সমাজের সকল মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে।
তিনি আজ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘রাসুল (সাঃ)-এর সিরাতের উপর বই পাঠ প্রতিযোগিতার’ পরীক্ষার হল পরিদর্শন করে একথা বলেন। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সকল থানার বিভিন্ন কেন্দ্রে একযোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর সিরাতের উপর এই বই পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে আরো হল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলালউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওঃ ফরিদুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য দেলওয়ার হোসাইনসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, রাসূল (সা:)-এর জীবন ও তার আদর্শ সম্পর্কে সকল শ্রেণির মানুষকে অবহিত করাই আমাদের এই প্রতিযোগিতার মুল উদ্দেশ্য। রাসুল (সাঃ) এর সিরাতের আলোকে নিজেদের ব্যাক্তি ও সমাজজীবন পরিচালনা করতে পারলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। আম্বিয়ায়ে কেরাম নিজ নিজ যুগে মানুষের জীবন গড়ার মডেল হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। এ ধারায় বর্তমানে সর্বশেষ আদর্শ হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ)। মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে রাসুল (সাঃ) এর আদর্শকে মহান আল্লাহ রাব্বুল আলামীন আল কোর'আনে সর্বোত্তম আদর্শ হিসেবে স্বীকৃতি দান করেছেন। আমরা যারা সাম্য, মানবতা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তাদের অবশ্যই হযরত মুহাম্মদকে (সা.) ভালোভাবে জানতে হবে। রাসুল (সাঃ) এর সিরাতকে আঁকড়ে ধরেই আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।
আজকে অনুষ্ঠিত ‘খ’ গ্রুপের প্রতিযোগিতায় ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় কয়েক হাজার জনশক্তি অংশ গ্রহন করে। ‘খ' গ্রুপের জন্য নির্ধারিত বই ছিল ‘১. কুরআন হাদিসের আলোকে মুহাম্মদ (সাঃ), ২. রাসুল (সাঃ) এর বিপ্লবী জীবন, ৩. আদর্শ মানব হযরত মুহাম্মদ (সা. ‘। ক ও খ ২টি গ্রুপে বিভক্ত এই সিরাত পাঠ প্রতিযোগিতায় প্রতি গ্রুপে বিজয়ী ১ম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, ৩য় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারীকে ৪ হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি থানায় প্রথম ০৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি