২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
কাশ্মির সংকট নিয়ে লেবার পার্টির আলোচনা

কাশ্মির সংকট সমাধান না হলে অস্থিরতা বাড়বে

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘কাশ্মির সংকট ও বিপন্ন মানবতা শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা - নয়া দিগন্ত

কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে পুরো উপমহাদেশেই অস্থিরতা বৃদ্ধি পাবে। কলমের এক খোঁচায় কাশ্মিরের জনগোষ্ঠীর স্বপ্নকে কেড়ে নিয়েছে ভারত। আর তাই দীর্ঘমেয়াদে এর মাশুল গুণতে হবে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘কাশ্মির সংকট ও বিপন্ন মানবতা শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা এমন আশংকার কথাই ব্যক্ত করেছেন।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, ব্যারিস্টার হায়দার আলী, মাওলানা কামাল উদ্দিন জাফরী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা ঈদা সাহেদী প্রমূখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট ফারুক রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতীয় সংবিধানেই যেখানে কাশ্মিরের জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার কথা বলা হয়েছিল সেখানে সেখানে ভারত কলমের একটিমাত্র খোঁচাতেই কাশ্মিরীদের সেই স্বপ্নকে নষ্ট করে দিয়েছে। বক্তারা আরো বলেন, ভূরাজনৈতিক কারণেই কাশ্মির খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই ভারত এবং পাকিস্তান দুই দেশ কোনো বিবাদে জড়ালে পুরো উপমহাদেশেই অস্তিরতা ছড়াবে।


আরো সংবাদ



premium cement