স্মৃতিসৌধ ও জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মার্চ ২০১৯, ১৪:১১
দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আজ মঙ্গলবার সকাল ৯টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা জাতীয় স্মৃতিসৌধের বেদীমূলে পুস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানান এবং কিছু সময়ে নিবরে দাঁড়িয়ে থাকেন। এরপর বেলা ১০টায় নেতৃবৃন্দ আসেন শেরে বাংলানগরে। সেখানে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। সেখানে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে সদ্য মরহুম নেতা এম এ মালেকের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন নেতারা।
কারাবন্দি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা এর আগে জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।
তিনি বলেন, ‘আজকে দুর্ভাগ্য আমাদের, স্বাধীনতার এবছর পরেও স্বাধীনতার যে মূল চেতনা গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেয়া হয়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের পরিণত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আজকে শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে আমরা শপথ গ্রহণ করেছি যে. দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। দেশনেত্রীকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে এদেশের জনগণকে মুক্ত করব।’
এই দুইটি কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র নেতা আলতাফ হোসেন চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আদুস সালাম, সিরাজউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মফিকুল হাসান তৃপ্তি, অনিন্দ্য ইসলাম অমিত, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সেলিম রেজা হাবিব, খন্দকার আবু আশফাক প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।
অঙ্গংগঠনের মধ্যে আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, মোরতাজুল করীম বাদরু, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, সাদেক আহমেদ খান, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।
জিয়ার মাজারে বিএনপি ছাড়াও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাধীনতা দিবস স্মরণে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন রঙের পোস্টার বের করা হয়েছে। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ক্রোড়পত্র।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অন্য কর্মসূচি :
বিএনপি বুধবার বিকালে রাজধানীতে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি বের করবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।