২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এসএমএস পাঠাতে নতুন সফটওয়্যার কিনছে জাতীয় সংসদ

এসএমএস পাঠাতে নতুন সফটওয়্যার কিনছে জাতীয় সংসদ - সংগৃহীত

মন্ত্রী-এমপিদের কাছে দ্রুত ও সহজে এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) পাঠাতে নতুন সফটওয়্যার কিনছে জাতীয় সংসদ। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। নিজস্ব বিভিন্ন সভা, সেমিনার ও কমিটির বৈঠকের বিজ্ঞপ্তি এসএমএসের মাধ্যমে পাঠানোর জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া এসএমএসের মাধ্যমে তাদের সংসদ অধিবেশন শুরুর খবরও জানিয়ে দেয়া হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বর্তমানে একটি ডেস্কটপ বেইজ সফটওয়্যার থেকে টেলিটকের একটি সিমের মাধ্যমে সংসদ সদস্যদের দলীয় সভা, কমিটির বৈঠক, অন্যান্য সভা এবং সেমিনারের তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হয়। কিন্তু সফটওয়্যারটি অনেক পুরাতন। এমনকি এটি হালনাগাদও করা যাচ্ছে না। সফটওয়্যারটির প্রধান সমস্যাগুলো হলো- এসএমএস খরচ বেশি এবং এসএমএস পাঠানো সময়-সাপেক্ষ। একইসাথে ১৬০ ক্যারেক্টারের বেশি এসএমএস পাঠানো সম্ভব হয় না। শুধুমাত্র ইংরেজিতে এসএমএস পাঠানো যায়। এজন্য এমপিদের রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হিসেবে উল্লেখ করে নতুন সফটওয়্যার কিনবে সংসদ সচিবালয়।

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এসএমএস পাঠানো নিয়ে অনেক এমপির অভিযোগ রয়েছে। তারা জানান, সময় মতো তারা এসএমএস পাচ্ছেন না। আবার বর্তমান সফটওয়্যার দিয়ে অনেক সময় পুরো এসএমএস যায় না। এজন্য এটি দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের ইসলামাবাদের বিক্ষোভের স্থগিত ঘোষণা পিটিআইয়ের নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত হিজবুল্লাহর সাথে অস্ত্র-বিরতি চুক্তি অনুমোদন ইসরাইলের অ্যাডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে : নাহিদ ইসলাম আইনজীবীকে কুপিয়ে হত্যা

সকল