২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

‘শিশুদের সুনাগরিক হিসেবে গড়তে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে’

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মো: রহমাতুল্লাহ - ছবি : নয়া দিগন্ত

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ।

তিনি বলেন, ‘পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর আমানতগঞ্জ এলাকার বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু নাসের বলেন, ‘শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। সঠিক শিক্ষার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলারও কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শিশু-কিশোরদের হাতে যেকোনো ধরনের ডিভাইসের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেন। এতে তাদের মেধার বিকাশ হবে। দেশের ভবিষ্যৎ মানবসম্পদ বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গনের সফলতা আসে। টানা ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই তারা লুটপাট ছাড়া আর কিছুই করতে পারেনি। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে তারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো: সামছুল হুদা চৌধূরী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ওবায়দুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সাবেক ছাত্রনেতা হেমায়েত হোসেন মুরাদ, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শামীমা বেগম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল