২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

স্টারলিংক চালু করার কারণ জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক চালু করার মূল কারণ হলো ইন্টারনেট অনলাইন সেবা বন্ধ করার ব্যবসা চিরতরে রোধ করা।

মঙ্গলবার তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার একনায়কতন্ত্র তার ১৬ বছরের শাসনামলে বেশ কয়েকবার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল।’

আলম বলেন, বিক্ষোভ দমন বা যেকোনো বড় বিরোধী আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট বন্ধ করা স্বৈরশাসকদের একটি প্রিয় হাতিয়ার। তিনি বলেন, বন্ধ রাখার এই প্রক্রিয়ায় লাখ লাখ ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রেস সচিব বলেন, ‘এ কারণে কেউ কেউ চিরতরে তাদের চুক্তি ও চাকরি হারিয়েছেন। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না।’

তিনি বলেন, বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা আর কখনো ইন্টারনেট বন্ধ রাখার কোনো নতুন প্রচেষ্টার কারণে ক্ষতির শিকার হবে না।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement