২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি

উপদেষ্টা নাহিদ ইসলাম - ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আমি সেটাই জানি।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম একথা বলেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয় নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।

এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টি আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে জামায়াত। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রতিবাদ করার অধিকার সমস্ত পার্টির রয়েছে। আমরা চাই যে এই প্রতিবাদটা যেন নিয়মতান্ত্রিকভাবে হয়। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।

এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘ওনার (মুক্তির) বিষয়টা কোর্টের এখতিয়ার। কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিষয়টা তারাই দেখবেন।’

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, কালবৈশাখী ও ঝড়-বৃষ্টির কারণে ‘এপ্রিল থেকে জুন নির্বাচন আয়োজনের জন্য এতোটা উপযোগী না’। শফিকুল আলম বলেন, এটা নিয়ে (নির্বাচন কবে হবে) কিন্তু অনেকবার কথা হয়েছে। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারাসহ অন্তর্বর্তী সরকারের অনেকেই এটা নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুইটা ডেট বলেছিলেন, একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি রাজনৈতিক দলগুলো কম রিফর্ম চায় আর যদি তারা চান আমরা আরো কিছুদিন থাকি তাহলে উনি বলেছিলেন (আগামী বছরের) প্রথমার্ধে হবে। কিন্তু এখানে প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে- এপ্রিল মাসের থেকে কালবৈশাখী ও ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। জুনে আবার বর্ষাকাল শুরু হয়ে যায়। ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। সেজন্য আমাদের ধারণা ইলেকশন হয় ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে।’


আরো সংবাদ



premium cement