২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। - ছবি : নয়া দিগন্ত।

শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএইচএসের বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই অর্থাৎ রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তবে, ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি।

এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাত ৩টা ৫মিনিটের দিকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন।

গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আরো সংবাদ



premium cement
পুলিশের যুগ্ম কমিশনার মেহেদি সাময়িক বহিস্কার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত আলোচনা নয় : হামাস আশুলিয়ায় নারী শ্রমিককে তুলে নিয়ে হত্যার অভিযোগ ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার বরখাস্ত স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আহ্বায়ক মাহমুদুল, সদস্য সচিব রেদোয়ানুল চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই

সকল