২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন - ছবি : নয়া দিগন্ত

সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। সমস্ত মুসলমানকে অন্তরের মধ্যে জায়গা দিই। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’

তিনি বলেন, ‘হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জমানায় ব্রিটিশরা কৃষকদের ওপর জুলুম করতো। কৃষকদের জোর করে নীল চাষ করাতো, আর সেই নীল কম দামে কিনে নিতো তারা। তাতে কৃষকরা মজুরিও পেতো না। সেই জুলুমের বিরুদ্ধে ফরায়েজী আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি এই বাংলার ও উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আজকের যে বাংলাদেশ, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের প্রতি আগ্রহী, রোজার প্রতি আগ্রহী এগুলো হাজী শরীয়তুল্লাহ সাহেবের অবদান, পীর সাহেবের অবদান। সেই ইতিহাস মানুষ ভুলে গেছে। আবার এই ইতিহাসকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে।’

তিনি বলেন, ‘হাজী শরীয়তুল্লাহ অবদান বর্ণনা করো, ফরায়েজী আন্দোলন সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো এরকম প্রশ্ন অনার্স-মাস্টার্সে আসতো। বিভিন্ন কারণে এই জাতীয় প্রশ্নগুলো এখন আর সিলেবাসে নাই। আমরা আশা করি, আগামীতে যিনি আসবেন নতুন সিলেবাসে ফরায়েজী আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ ছাহেব র:-এর জীবনী ও উনাদের কালজয়ী অবদান সিলেবাসভুক্ত হবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘অনেক ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে, সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না। আপনারা নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠান। বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুরপুর পির মঞ্জিলের গদিনশিন পির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানসহ জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল