১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

‘আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থেকে তাদের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা গেলে রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। জামায়াত একটি সুন্দর, ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত দেশ গড়ার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি ও অঙ্গীকারাবদ্ধ। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা আমাদের করা অঙ্গীকার পুরোপুরিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবো। ইনশাল্লাহ। তিনি আগামী নির্বাচনকে চ্যালঞ্জ হিসেবে গ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় তেজগাঁও দক্ষিণ থানার অস্থায়ী কার্যালয়ে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত এক থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি তেজগাঁও, উত্তর আমির হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল আমির কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ আমির আবু সাঈদ মণ্ডল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতি কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ইতোমধ্যে এমন একটি শ্রেণি বা জনগোষ্ঠী সৃষ্টি করতে সক্ষম হয়েছি যারা দেশ ও জাতির কল্যাণ এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। মূলত, তারা সকল শ্রেণির মানুষের বিবেচনায় আমানতদার, প্রশংসনীয়, আমলদার, দায়িত্ববান এবং ইসলামী আদর্শ ও মূল্যবোধের চর্চাকারী হিসেবে গড়ে উঠতে সচেষ্ট।’ তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় থানা দায়িত্বশীলদের প্রতি ঘরে ঘরে ইসলামের সু মহান আদর্শের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement

সকল