০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

প্রচলিত নেতিবাচককে ‘না’ বলে ইতিবাচক রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন

- ছবি : সংগৃহীত

প্রচলিত নেতিবাচক রাজনীতিকে ‘না’ বলে ইতিবাচক রাজনীতি শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সরকারি কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গুলশান পূর্ব থানা জামায়াত আয়োজিত এক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি জনগণ ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় পাঠালে ধর্ম, বর্ণ, গোত্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সেলিম উদ্দিন বলেন, ‘বিগত প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসন, দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে পুরো দেশই রীতিমতো ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। গণমানুষের অধিকার কেড়ে নিয়ে দেশে সৃষ্টি করা হয়েছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। পতিত সরকার নিজেদের শ্রমিকবান্ধব হিসেবে দাবি করলেও তারা শ্রমিকদের ন্যায্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। শিক্ষকদের সামাজিক ও পদমর্যাদা অনুযায়ী বেতন প্রদান করা হয়নি। দেশের শিক্ষা কারিকুলামে পরিকল্পিতভাবে বিজাতীয় ও নাস্তিক্যবাদী দর্শনের অনুপ্রবেশ ঘটানো হয়েছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের শিক্ষক সমাজের যথাযথ মর্যাদা নিশ্চিত করে সম্মান জনক বেতন-ভাতা প্রদান করা হবে। দেশে ইসলামী শিক্ষানীতি চালুসহ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পযর্ন্ত কোরআন শিক্ষাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।’

তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘পতিত আওয়ামী-বাকশালীরা দেশকে দুর্নীতি ও অপরাধের অভয়ারণে পরিণত করেছে। দেশের বেকারত্ব এখন রীতিমতো প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে। অথচ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত এবং মাত্র পাঁছ বছরের মধ্যেই বেকারত্ব দূর করা সম্ভব। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ, বিভেদ থাকবে না, বরং প্রত্যেকের মধ্যে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক স্থাপিত হবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় সম্প্রচার মাধ্যমে দেশের শীর্ষ আলেমরা জাতির উদ্দেশে নসিহা দেবেন। গোটা জাতিই কোরআন-সুন্নাহর রঙে রঙিন হবে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই প্রচলিত নেতিবাচক রাজনীতিকে না বলে ইসলামী আদর্শের শক্তিকে ক্ষমতায় পাঠাতে হবে।’

তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন-দুঃশাসন মুক্ত করতে দেশপ্রেমী জনতাকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

থানা আমির জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেব মঈনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ।

এতে উপস্থিত ছিলেন ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, বনানী আমির মিজানুর রহমান, বসুন্ধরা আমির আবুল বাশার, গুলশান পশ্চিম আমির মাহমুদুর রহমান আজাদ ও ক্যান্টনমেন্ট আমির আব্দুস সাকী প্রমুখ।

মহানগরীর কালচারাল অ্যাকাডেমির উপস্থাপনায় এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

উত্তরখানে জামায়াতের কর্মী সম্মেলন
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরখান শাহ কবির মাজার-সংলগ্ন মাঠে উত্তরখান পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের কর্মী সম্মেলন উত্তরখান পূর্ব থানা আমির ইসরাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সামছুল কবির বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক। সম্মেলনে আরো বক্তব্য রাখেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোনের বিভিন্ন থানার আমির, স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement