গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আহত ৫ জন ঢাকা মেডিক্যালে
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690776_157.jpg)
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হক বাড়িতে মারধরে আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে তাদের কয়েকজনকে আটক করে মারধর করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।