প্রয়োজনে নতুন আইন করে আ’লীগের নেতাকর্মীদের বিচারের আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690590_195.jpg)
প্রয়োজনে নতুন আইন তৈরি করে শেখ হাসিনাসহ আওয়ামী-বাকশালীদের সব খুন-গুম ও জুলাই গণহত্যার দ্রুত বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুমআ বাড্ডা থানা জামায়াত আয়োজিত ফ্যাসিস্ট, পতিত আওয়ামী সরকারের গুম-খুন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, স্বৈরাচারী শেখ হাসিনাসহ সব হত্যাকারীর বিচার নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ-মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার ও কর্মপরিষদ সদস্য হেদায়েতুল্লাহ। উপস্থিত ছিলেন বাড্ডা থানা আমির কুতুব উদ্দিন, আব্দুস সবুর ফরহাদ, মাসুদূর রহমান রানা প্রমুখ। বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডার ইউলোপের নিচে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
সেলিম উদ্দিন বলেন, জনগণকর্তৃক প্রত্যাখাত হয়ে শেখ হাসিনা প্রতিবেশী দেশে পলায়ন করলেও তাদের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাদের এ ষড়যন্ত্রে দেশী ও বিদেশী শক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন যোগাচ্ছে। শেখ হাসিনা এবং তাদের এদেশীয় দোসররা দেশকে অস্থিতিশীল করে অর্জিত বিপ্লব ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নানা দাবি-দাওয়া নিয়ে তাদের প্রতিভূদের পরিকল্পিতভাবে মাঠে নামিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এদেরকে কঠোর হস্তে দমন করে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের অপকর্ম ও ষড়যন্ত্রের অবহিত করা দরকার। তিনি পতিত স্বৈরাচারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।