০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে হবে : লায়ন ফারুক

প্রধান অতিথির বক্তব্যে মো: ফারুক রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো: ফারুক রহমান বলেছেন, চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে কাজ করতে হবে। সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে তৈরি করতে হবে। কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। তথ্য প্রযুক্তি আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে দলটির নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ গঠন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সলিমুল্লাহ একাডেমির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো: শরিফুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বী খান ও কেন্দ্রীয় সদস্য মো: ইমন।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো: রেজাউল ইসলাম।


আরো সংবাদ



premium cement