০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

জমিরুন রহমানের ইন্তেকালে জামায়াতের শোক

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পূর্ব থানার প্রবীণ মহিলা রুকন জমিরুন রহমান শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিন বাদ জু’মা আসাদগেট নিউ কলোনী মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরণ ও থানা আমির মশিউর রহমানসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জমিরুন রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুমা জমিরুন রহমান ইসলামী মহিলা আন্দোলনের জন্য নিবেদিতা ছিলেন। তিনি দেশে কোরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যেই অবিচল ছিলেন। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় মহিলা অঙ্গনে দ্বীনি কাজের জন্য সুপরিচিত ছিলেন।’

শোকবাণীতে তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement