২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করছেন : রিজভী

-

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ‘রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি’ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘তাহলে মানুষ তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। মানুষ মনে করবে, অন্তর্বর্তী সরকার কোনো একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির ওপর এক ধরনের বিরূপ ধরণা দিয়ে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা, কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দেবেন না, এটা হতে দেয়া যায় না।’

এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়?’

অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন, বলেন আগে সংস্কার পরে নির্বাচন- এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ, হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।’


আরো সংবাদ



premium cement
নিউমার্কেট আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেফতার ৬ দেবিদ্বারে অসহায় মা ও মেয়ের পাশে ইউএনও নিগার সুলতানা শ্রীলঙ্কার বিদ্যুৎ চুক্তি বাতিল, অস্বীকার আদানির কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে বৈষম্য থাকবে না : শামসুল ইসলাম ফেলানীর বাবাকে বুকে জড়িয়ে কাঁদলেন জামায়াতে আমির আশুগঞ্জ সার কারখানায় ১১ মাস পর উৎপাদন শুরু সাইফের ওপর হামলার সিসিটিভি ফুটেজের ব্যক্তি শরিফুল নয়, দাবি বাবার সুনামগঞ্জে হাছান হত্যা মামলায় নেইমারসহ আটক ২ শেখ হাসিনার ট্রাইব্যুনালেই তার বিচারের প্রস্তুতি চলছে : গোলাম পরওয়ার সাইকেল চালাতে গিয়ে সাইন্স ল্যাব থেকে নিখোঁজ ইশান সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী কৃষককে ছেড়ে দিয়েছে বিএসএফ

সকল