২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

প্রবাসীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবি

- ছবি : নয়া দিগন্ত

‘ডুয়েল সিটিজেনশিপ দিয়ে যদি আমরা বহির্বিশ্বে নির্বাচন করতে পারি, তবে দেশে কেন পারব না?’ উল্লেখ করে প্রবাসীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবি জানিয়েছে প্রবাসী বিএনপির নেতারা।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

‘বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বর্হিঃবিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। আলোচনা সভার সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

প্রবাসী বিএনপির নেতারা বলেন, ‘১৬ বছর আওয়ামী লীগ যা নিপীড়ন-নির্যাতন করেছে, তার বিচার করতে হবে। ছাত্র-জনতার হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার বিচার করতে হবে। এর আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো অধিকার নেই।’

তারা বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাদে সকল রাজনৈতিক দল- আমরা বন্ধু। ছোট-খাটো জিনিস নিয়ে নিজেদের মধ্যে যেন বিভেদ তৈরি না করি। আন্দোলনের সবাই আমরা একসাথে ছিলাম।’

একইসাথে তারা বলেন, ‘বিএনপির নেতা পরিবর্তন হয়, কর্মী পরিবর্তন হয় না। তাই আসুন, আমরা সবাই কর্মী হই। যোগ্যতা থাকলে নেতা নির্বাচিত হতে পারব। নেতা হওয়ার জন্য ঠেলাঠেলি না করি।’

দাবি জানিয়ে তারা বলেন, ‘আমাদের প্রায় দুই কোটি মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রবাসীদের নেতৃত্বের জন্য প্রবাসীদের মধ্য থেকে এমপি ও মন্ত্রী চাই।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করছে যারা, আমরা তাদের অবদানটাও তুলে ধরতে সক্ষম হইনি।’

প্রবাসীদের যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা রেমিটেন্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার রেমিটেন্স পাঠানো বন্ধ করে যুদ্ধ করেছে।’

শেখ হাসিনা পতনের পেছনে যে প্রবাসীদের অবদান আছে তার জন্য প্রবাসীদের একটা ডকুমেন্ট তৈরি করা আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এটা রেকর্ড রাখতে হবে, না হলে (মনে) কে রাখবে? ইতিহাস এমন একটা জিনিষ, রেকর্ড করতে না পারলে কেউ মনে রাখে না।’

আমীর খসরু বলেন, ‘যারা এই আন্দোলনের কৃতিত্ব শুধু নিজেদের মনে করছে। তাদের মধ্য থেকে যেন ভুল ধারণাটা চলে যায়, কারণ এ আন্দোলনে অনেকে যোগ দিয়েছে, অনেকে পরে যোগ দিয়েছে, তারা তো আগের আন্দোলন দেখেনি। এ আন্দোলনের পেছনে ড্রাইভ করেছে কে? এ আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি। ড্রাইভ করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। চালিকাশক্তি তারেক রহমান।’

আমীর খসরু বলেন, ‘এখন যে সংস্কারই হোক, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন। আমাদের নেত্রী তো ছয় বছর আগেই ২০৩০ ভিশনের মধ্যে দিয়ে এবং তারেক রহমান যুগপৎ আন্দোলনের সকলের সাথে মতামত নিয়ে ৩১ দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। এ সরকার যদি সংস্কার করতে চায়, তবে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। এ বিপরীত যা করবে তা অগণতান্ত্রিক।’

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, ‘স্বীকার করছি, আমাদের চেয়ে আমাদের প্রবাসীরা বেশি দেশপ্রেমিক।’

এখন বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র বিএনপি সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষের বিএনপি, আর আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তি, ভোট চোরের পক্ষের শক্তি। আমরা বিদেশে থাকলেও আমাদের পরিবারে সদস্য ও আত্মীয়-স্বজনদের হয়রানি, মিথ্যা মামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে সরকার আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। আমরা দেখলেই বুঝতে পারি, কী সংস্কার কিভাবে করতে হবে। এদেশের থাকা মানুষ দিয়ে সংস্কার সম্ভব নয়, কারণ তারা বেড়ে উঠেছে এই পরিবেশের মধ্য দিয়ে। এ মানুষ দিয়ে সংস্কার সম্ভব নয়।

প্রবাসীরা যেন নির্বাচনে অংশ নিতে পারে, সে দাবি জানান তিনি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি বলেন, প্রবাসীদের আন্দোলন থামিয়ে দিলে চলবে না। আমাদের ছাত্র-জনতাকে হত্যাকারী আওয়ামী লীগ টাকা পাচার করে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে। এদেরকে ধরে এনে বিচার করতে হবে।


আরো সংবাদ



premium cement
বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম

সকল