২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`
বিএনপির সদস্যপদ নবায়ন উদ্বোধন

মেধাবী ও আদর্শবানদের দলে আনার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - ছবি : নয়া দিগন্ত

মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মেধাবী, সততা ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে। দলকে সমৃদ্ধ করতে হবে।

আজ সোমবার বিকেলে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সদস্যপদ নবায়ন করার দিনটি আমাদের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রাম-গঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে। নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে। এখন সেই ঝড় কেটে গেছে। তবে মানুষ ঝড়ের পর কিন্তু লণ্ডভণ্ড অবস্থার পুনর্গঠন করে। এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। অনেকেই হয়তো রাজনীতি থেকে সরে গেছে। যেই মানুষেরা এখনো দল ধরে রেখেছে তাদের আবারো আমরা একত্রিত করতে চাই। সেজন্যই সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু। যা আমরা সারা দেশে লাখ কোটি নেতাকর্মীর মাঝে আনন্দ ছড়িয়ে দিতে চাই।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাতসহ কয়েকজন বক্তব্য দেন। পরে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাতসহ কয়েকজন নির্ধারিত ফি দিয়ে একসাথে সদস্যপদ নবায়ন করেন।

প্রায় আট বছর পর দলের প্রাথমিক সদস্য নবায়ন করল বিএনপি। ২০ টাকার বিনিময়ে এই সদস্যপদ নবায়ন হচ্ছে। তারেক রহমান লন্ডন থেকে যুক্ত ছিলেন এবং তিনি ২০ টাকা (লন্ডনের মুদ্রায় ১৫ সেন্ট) পাঠিয়েছেন।

তারেক রহমান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, ইনশাআল্লাহ জনগণের সমর্থন পাবো। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করবো। ৩১ দফা কার্যকর করা হবে। সেজন্য মেধাবী, সততা ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে। দলকে সমৃদ্ধ করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে আনতে হবে। যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা কিন্তু এই কাজ বাস্তবায়ন করবেন। সারাদেশের নেতাকর্মী ও মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন। অতীতের মতোই আপনারা এই কর্মসূচিটি সফল করবেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গতবার কিন্তু আমাদের কর্মসূচিতে একটি দুর্বলতা ছিল। এবার আমরা সেটিকে পাশ কাটিয়ে তৃণমূলের আরো গভীরে যাবো। আমাদের কোনো বক্তৃতা নেই। দরকার কাজ। যে উদ্যোম নিয়ে আমরা স্বৈরাচারের শত নির্যাতনেও দমে যাইনি বরং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আসুন আমরা সবাই মিলে কাজ শুরু করি যাতে আমরা দল এবং দেশকে পুনর্গঠন করতে পারি।


আরো সংবাদ



premium cement