২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কমিটি গঠন সম্পন্ন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য সারাদেশে সব স্তরের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হওয়ার মধ্য দিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরপর ধাপে ধাপে সদস্য শাখা, সাথী শাখা এবং সব জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন করা হয়।

গত ১৪ ও ১৫ জানুয়ারি দু’দিনব্যাপী ভোটগ্রহণের মাধ্যমে ৪৬ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৬ ও ১৭ জানুয়ারি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত সদস্যদের সাথে পরামর্শ করে আরো ১৪ জনকে কার্যকরী পরিষদ সদস্য মনোনীত করেন। এভাবে মোট ৬০ সদস্যের কার্যকরী পরিষদ গঠিত হয়।

এর পাশাপাশি, কার্যকরী পরিষদের পরামর্শে কেন্দ্রীয় সেক্রেটারিয়েটও গঠন করা হয়। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement