২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

সোমবার মধ্যরাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে যাওয়ার বিষয়ে প্রেস ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ১৯ জানুয়ারি, রোববার। - ছবি : নয়া দিগন্ত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (উব্লিউইএফ) যোগ দিতে সোমবার মধ্যরাতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন। এ সফরের সময় তিনি চারজন সরকার ও রাষ্ট্র প্রধানসহ বিশিষ্টজনদের সাথে বৈঠক করবেন।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১টায় চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। এ সফরকালে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দে‌বেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলন অংশ নেয়া ছাড়াও দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উপদেষ্টা তার এই সফরে আন্তর্জাতিক বিজনেস কমিউনিটিকে বিনিয়োগ করার আহ্বান জানাবেন।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।

 

 


আরো সংবাদ



premium cement