১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন : রিজভী

- ছবি - নয়া দিগন্ত

ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজসে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেছেন, তিনি (শেখ হাসিনা) ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন।

আজ সোমবার সকালে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীদের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দু’টি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়। কিন্তু সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদের বলে রাখি যে ১৬০টি জায়গায় শুধুমাত্র শেখ হাসিনার সুবিধা দেয়ার কারণে ভারত কাটাতারের বেড়া দিয়েছে।’

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোরিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটোরিকশার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী।

আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটোরিকশা ভ্যান শ্রমিকরা বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement