১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করলেন মির্জা আব্বাস

বেগম খালেদা জিয়া, মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস - ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

অচিরেই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন- এমনটাই প্রত্যাশা করেছেন আফরোজা আব্বাস।

শনিবার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন তারা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিন খুঁজে পাওয়া যেত না।’

আফরোজা আব্বাস বলেন, ‘এখন পরিবারের সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন, ইনশাআল্লাহ। আমরা আশা করছি, অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।’

বেগম খালেদা জিয়ার সাথে আপনার কী কথা হয়েছে জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, ‘নাতি-নাতনি, ছেলেমেয়েরা কেমন আছে? তারপরে দেশের অবস্থা কী? সবাই কেমন আছে? মহিলা দলের সবাই কেমন আছে- সবার কথা জিজ্ঞেস করেছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছে।’


আরো সংবাদ



premium cement