১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আবু তালেব মণ্ডলের মৃত্যুতে জামায়াতের শোক

- ছবি : নয়া দিগন্ত

আবু তালেব মণ্ডলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার এক শোকবাণী প্রদান করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ক্যান্টনমেন্ট থানার সাবেক আমীর ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রবীন রুকন আবু তালেব মণ্ডল গত ৯ জানুয়ারি বুধবার রাত ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আবু তালেব মণ্ডল ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের শেষদিন পর্যন্ত অবিচল ও আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান সহযোদ্ধাকে হারালাম।

মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।

উল্লেখ্য, মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সকাল ৮টায় ভাষানটেক নিজ বাসস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় মহানগরীর শূরা সদস্য ও ক্যান্টনমেন্ট থানার আমির মো: আব্দুস সাকি, জামায়াত নেতা নাজিবুর রহমান, ইকবাল হোসেন খান ও আলী হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন ভাষানটেক থানা আমির ডা: মো: আহসান হাবীব।

পরে তার লাশ লক্ষ্মীপুর জেলার কমলনগরে নেয়া এবং বাদ জু’মা সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement