জুলাই বিপ্লবের ঘোষণা ১৫ জানুয়ারি না-ও হতে পারে : উপদেষ্টা মাহফুজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১২
বৃহত্তর ঐকমত্য অর্জনের জন্য আরো সময়ের প্রয়োজন উল্লেখ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৫ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণা না-ও হতে পারে। তিনি বলেন, আমরা এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত দলিল হিসেবে তৈরি করতে চাই।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘ঘোষণাটি উল্লেখযোগ্য বিলম্ব হবে না এবং বৃহত্তর ঐকমত্যে পৌঁছানোর পরে এটি করা হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ছিল ১৫ জানুয়ারি মধ্যে ঘোষণা করার। যেহেতু সরকার সব (অংশীজনের) সসাথে কথা বলতে চায়, তাই এটার (সময়সীমা) আরো কিছু দিন বাড়ানো হতে পারে। তবে খুব বেশি দেরি হবে না।’
তিনি আরো বলেন, ‘কবে, কীভাবে ঘোষণা দেয়া হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সরকার।’
উপদেষ্টা বলেন, ‘সরকার মনে করে, বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে না পেরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলে বর্তমান ঐক্য ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।’
তিনি বলেন, ‘জুলাই মাসের গণঅভ্যুত্থানের বিষয়ে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সংলাপ আগামী সপ্তাহে শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই মাসের গণঅভ্যুত্থানের সাথে শুধু রাজনৈতিক দল নয়, অন্য অংশীজনদের সাথে আলোচনা করে একটি দলিল প্রণয়নের দায়িত্ব নিয়েছে সরকার।’
মাহফুজ বলেন, ‘আমরা আশা করছি, আগামী সপ্তাহে (রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে) সংলাপ শুরু ও শেষ হবে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা