‘দেশ ও জাতির কল্যাণে ছাত্রমিশনকে কাজ করতে হবে’
- অনলাইন প্রতিবেদক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৬
‘আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ছাত্রমিশনকে কাজ করতে হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক। তিনি বলেন, বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা, একতা ও শৃঙ্খলার আহ্বান পৌঁছাতে হবে এবং আগামী দিনের কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পল্টনের জামান টাওয়ারে দলটির কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির (ফারুক) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো: আমিনুল ইসলাম. দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা, গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক মো: আরিফ বিল্লাহ, বাংলাদেশ ছাত্রমিশনের নবনির্বাচিত সভাপতি মো: রেজাউল ইসলাম, সেক্রেটারি মো: সাব্বির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জাকির হোসেন, যুগ্ম মহাসচিব মো: হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: হাবিবুর রহমান প্রমুখ।
সঞ্চালনা করেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপত্র মো: শরিফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা