২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া : সেলিম উদ্দিন

- ছবি - নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে অসৎপ্রবণদের রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করে সৎ, যোগ্য ও আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করা।

আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মোহাম্মদপুর হোসেন মার্কেট চত্বরে মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াত আয়োজিত এক বিশাল সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জনগণ আগামী নির্বাচনগুলোতে কোনো অসৎপ্রবণ বা চাঁদাবাজকে শুধু এমপি নয় বরং কমিশনার হিসেবেও বিজয়ী হতে দেবে না। এ সময় তিনি রাজনীতি থেকে সমাজ বিরোধীদের বিতাড়নে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালালোর আহ্ববান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জাতিকে এমন নেতৃত্ব উপহার দিতে চায় যারা হবেন সব ক্ষেত্রেই মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং আর্ত-মানবতা, দেশ ও জাতির সেবায় নিয়োজিত।

থানা আমির মাসুদ উজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পূর্ব থানা আমির মশিউর রহমান, উত্তর থানা আমির আব্দুল হান্নান ও দক্ষিণ থানা আমির সাখাওয়াত হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement