২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্রদলের জবি কমিটি বাতিলের দাবি

বিএনপির শীর্ষ তিন নেতা বরাবর স্মারকলিপি
বিএনপির শীর্ষ তিন নেতা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে -

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটির দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং-এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে আমাদের পথচলা শুরু হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারি একতরফা ভোটবিহীন নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক কঠিন পরিস্থিতিতে আমরা রাজপথে জীবন বাজি রেখে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছি, যা বর্তমান সময়েও চলমান। গত কমিটিতে আমাদের যোগ্যতার মূল্যায়ন হলেও, বৈষম্যহীন বাংলাদেশে নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ২০১৩-১৪ সেশনকে পদপঞ্চিত করে বৈষম্যমূলক কমিটি প্রকাশ করা হয়। যদিও এ কমিটিতে ২০০৮-৯ সেশন থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত অর্ন্তভুক্ত করা হয়েছে। আমরা মনে করি, আহ্বায়ক কমিটিতে (২০১৩-১৪ সেশন) সংযুক্তি না করে আমাদেরকে ছাত্র রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার জন্য এ কমিটি গঠন করা হয়।’

এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যমূলক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০১৩-১৪ সেশনসহ পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন করে শিগগিরই নতুন কমিটি গঠনের অনুরোধ জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাসেল মিয়া, আরিফুল ইসলাম আরিফ, রাশেদুল আহমেদ রাহাত, মেহেদী হাসান (অর্ণব), মাহমুদুল হাসান রাতিন, ইয়াসির আরাফাত, রিফাত আরেফিন, আমিনুল ইসলাম রাহাত, পিয়ার আলী আল্লান হীরা, আসিফ আল ইমরানসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল