২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

কলেজের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। - ছবি : নয়া দিগন্ত

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের পদ না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কিছু সময় পর কলেজটির মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, ছাত্রদলের পদবঞ্চিত কিছু নেতাকর্মী কলেজের মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় অপর রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। তবে কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। তবে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

তিতুমীর কলেজ শাখার আগের কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পদবঞ্চিত দাবি করা সাইফুল ইসলাম বলেন, আমি জুলাই আন্দোলনে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। পদবঞ্চিত বেশ কয়েকজন বিক্ষোভ মিছিল করেছে। তবে ককটেল বিস্ফোরণ ঘটনাটি কে ঘটিয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।

তিতুমীর কলেজ শাখার ছাত্রদলের সদ্য কমিটির আহবায়ক ইমাম হোসেন বলেন, কলেজে এখন শীতকালীন ছুটি চলছে। কলেজ বন্ধ। কলেজের বাইরে কারা বিক্ষোভ মিছিল করেছে আমার জানা নেই। ককটেল বিস্ফোরণের ঘটনা আমি জানি না। যারা নিজেদেরকে পদবঞ্চিত দাবি করছেন। তারা আমার ভাই আমিও তাদের ভাই। কমিটি বর্ধিত হবে এবং সেই কমিটিতে তাদের সবাইকে পদায়ন করা হবে।

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকার ৭টি ক্যাম্পাসে আংশিক কমিটি অনুমোদন করে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ইউনিটগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

কমিটির ঘোষণার পর থেকে পদবঞ্চিত দাবি করে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। গতকাল থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ঘোষিত কমিটি বাতিলের দাবি করছে পদবঞ্চিতরা। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা একের পর এক শোডাউন করে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement
ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

সকল