ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহতদের দেখতে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি আহতদের প্রতি বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন এবং স্বৈরাচার হাসিনা পতনে ছাত্র-জনতার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
এ সময় বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার পতনে যাদের অবদান আছে তাদের সবার কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বিএসএমএমইউতে তার সাথে ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো: নজরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল, ছাত্রদল নেতা ডা. সিফাত, ডা. সোহেল, ডা. মশিউর, ডা. উল্লাস, ডা. শাওন, ডা. মোস্তাকিম প্রমুখ।