২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকায় ছাত্রদলের ৭ ক্যাম্পাসে কমিটি অনুমোদন

ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে - ফাইল ছবি

ঢাকার সাতটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ারও নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন করেন।

ইউনিটগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১৯ সদস্যবিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হলেন মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন। ১৮ জন যুগ্ম-আহবায়ক হলেন জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো: শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া। এছাড়াও সাতজনকে সদস্য করা হয়েছে।

ঢাকা কলেজ

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হলেন পিয়াল হাসান, সদস্য সচিব মো: মিল্লাত হোসেন। ১৯ জন যুগ্ম-আহবায়ক হলেন শাহাবউদ্দিন ইমন, বোরহান উদ্দিন ইশরাক, মামুনুর রহমান মামুন, ইমরান হোসেন রাজ, মো: জামাল আহমেদ জেনিন, মেহেদী হাসান মাহী, রাশেদুল আমীন, রাকিবুল ইসলাম রাকিব, আশিকুর রহমান জুহিন, আনিসুর রহমান আনিস, মো: জিয়াউর রহমান খন্দকার, সোহরাব আহমেদ সজীব, মো: মাজহারুল ইসলাম (সুমন দরজী), গোলাম রাব্বানী, আবু সাঈদ রাকিব, মো: ইজাবুল মল্লিক, জুলহাস উদ্দিন জনি, হাসনাইন আহমেদ রাব্বি, মো: সোহাগ নিলয় প্রমুখ।

তিতুমীর কলেজ

ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২ জন সদস্য করা হয়েছে।

কবি নজরুল

ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্য সচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক ও নয়জন সদস্য রয়েছে।

সরকারি বাঙলা কলেজ

আহ্বায়ক মো: মোখলেসুর রহমান, সদস্য সচিব ফয়সাল রেজা।

তেজগাঁও কলেজ

৩২ সদস্যবিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ, সদস্য সচিব হয়েছেন মো: সেলিম হোসেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দু’সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি মো: সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মো: হাফিজ উদ্দিন।


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’ গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চোরকে নাগালে পেয়েও না ধরার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সকল