নির্বাচনী সময়ের বিষয়ে সরকারের ‘স্পষ্ট বক্তব্য’ চায় বিএনপির যুগপৎ সঙ্গীরাও
- অনলাইন প্রতিবেদক
- ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
দীর্ঘ দিন পর যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে মূলত সঙ্গীরা বর্তমান সরকারের বক্তব্য কিভাবে দেখছেন, ওই বিষয়ে মতামত চেয়েছ বিএনপি। সঙ্গীরাও ওই বিষয়ে মতামত দিয়েছে। বিএনপির মতোই নির্বাচনের সময় বিষয়ে ‘স্পষ্ট বক্তব্য’ চায় যুগপৎয়ের লিয়াজোঁ কমিটির নেতারা।
আজ শনিবার বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ জোট ১২ দলীয় জোট, সমমনা জোট ও লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক হয় দলটির লিয়োজোঁ কমিটির সাথে।
লিয়াজোঁ কমিটির বৈঠকে অংশ নেয়া লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান নয়া দিগন্তকে বলেন, আমরা তো বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক, বেশ কিছুদিন ধরে তাদের সাথে আমাদের আলোচনা হয়নি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে। সরকার প্রধান নির্বাচন নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্য ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এ বিষয়গুলোতে আমাদেরকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। ওই বিষয়গুলোই আলোচনায় উঠে এসেছে।
নির্বাচন নিয়ে আমাদের অবস্থান জানতে চেয়েছে বিএনপি। আমরা মনে করি, অন্তবর্তীকালীন সরকার চাইলে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। কিন্তু তারা কেন যে ২৬ সালের জুনের কথা বলছে? এক্ষেত্রে সরকার থেকে সুনির্দিষ্ট কোনো কাজের কথা বলেনি, কোনো কোনো কাজে তারা সময়গুলো ব্যয় করবে। নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য আমরা ধুম্রজাল হিসেবেই মনে করি। এ বিষয়ে একটি সুনির্দিষ্ট বক্তব্য আসা দরকার সরকারের পক্ষ থেকে।
তিনি বলেন, বিএনপি আমাদের থেকে মতামত চেয়েছে নির্বাচনকেন্দ্রিক বক্তব্য, সংস্কার ও সার্বিক বিষয়ে এবং আমরা সেটাকে কিভাবে দেখছি। সরকার যে এত সময় চাচ্ছে মূলত কী কাজে, সংস্কারের জন্য নাকি তারা রাজনৈতিক দল গঠন করবে, কী কেন দরকার? ওই বিষয়টা সরকারকেই পরিষ্কার করতে হবে। সরকার চাইলে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। সেটি আমরাও মনে করি, বিএনপিও মনে করে।
জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, বিএনপির আমাদের কাছে মতামত চেয়েছে, আমরা মতামত দিয়েছি। আমরা বলেছি, ২৫ সালের মধ্যে নির্বাচন হওয়া দরকার। আমরা বিএনপিকে মতামত দিয়েছি। যুগপৎ আন্দোলনের সবার সাথে আলোচনা করে বিএনপি দুই তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তা তুলে ধরবে।
দ্বিতীয় ধাপের বৈঠক শেষে সমমনা জোটের পক্ষ থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি। পরে একপর্যায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। দেশের সকল সমস্যার সমাধান হবে যদি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো লাভ হবে না। তাই গণতন্ত্র রক্ষার জন্য জরুরিভাবে নির্বাচন প্রয়োজন। আমরা চাই সংস্কারের নামে কালক্ষেপণ না করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবে সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা